Published : 28 Feb 2025, 03:52 PM
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর জামালখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুয়েট পুরকৌশল বিভাগের শিক্ষার্থী সাগরময় আচার্য্য গত বছরের ২৬ জুন ঘোষিত চুয়েট ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।