Published : 13 Jun 2025, 12:16 PM
চট্টগ্রামের বাঁশখালীতে আগুন লেগে ১১টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে।
উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মানিকচড় হেডপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, রাত ২টার দিকে আগুন লাগে।
আগুন লাগার পর বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দিকে রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে ফায়ার সার্ভিস।