Published : 12 Nov 2024, 08:56 PM
অন্তর্বর্তী সরকারে আওয়ামী লীগের ’মদদপুষ্ট’ উপদেষ্টাদের অপসারণের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ থেকে বিপ্লবের চেতনায় গঠিত উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসরদের’ স্থান দিয়ে ‘শহীদদের’ রক্তের অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করা হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, “গত ৫ অগাস্টের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা নানাভাবে অপতৎপরতা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রসমাজ এখনও রাজপথে আছে। আপনারা কোনোভাবে পতিত স্বৈরাচারী শক্তির দালালদের আমাদের অন্তর্বর্তী সরকারে কোনোভাবে স্থান দিতে পারেন না।
“আপনারা স্বৈরাচারের দোসর হয়ে কাজ করবেন না, করলে আপনাদের দায়িত্ব থেকে নামাতে আমরা কালক্ষেপণ করব না। যে বৈষম্যের জন্য আমাদের ভাইয়েরা রাজপথে রক্ত দিয়েছে, সে বৈষম্য এখনও হচ্ছে।”
ক্ষমতার সুষম বণ্টনের দাবি তুলে ধরে রাসেল বলেন, “আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা নিষ্ঠার সঙ্গে পালন করুন। আপনারা কোনোভাবে স্বৈরাচারের দালালদের উপদেষ্টামণ্ডলীতে জায়গা দিতে পারেন না। শহীদের রক্তের সঙ্গে তারা বেঈমানি করছে বলে আমরা মনে করছি। আমরা কোনোভাবে এ ফ্যাসিস্টদের দালালদের উপদেষ্টামণ্ডলীতে চাই না।”
কোনোভাবেই মুজিববাদকে ’এ বাংলাদেশে’ পুনঃপ্রতিষ্ঠা হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক জুবায়েরুল মানিক, এজিএম বাপ্পী, আহমেদ সাইফ।