Published : 22 May 2025, 09:46 PM
ফ্ল্যাটের ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে বড় ভাইকে ছুরি মেরে হত্যার অভিযোগে স্ত্রীসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে নগরীর কাপ্তাই রাস্তার মাথার কাছ থেকে তাদের আটকের তথ্য দিয়ে চান্দগাঁও থানার এসআই আনিসুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রাউজানের নোয়াপাড়ায় যাওয়ার সময় অ্যাম্বুলেন্স চালক জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে তার সন্দেহের কথা জানান। পরে পুলিশ তাদের আটক করে।
নিহত মো. সাহেদ (৩৫) চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের দুই নম্বর রোডের জালাল আহম্মদের ছেলে। তাদের গ্রামের বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে।
গ্রেপ্তার দুইজন হলেন, সাহেদের ছোটভাই মোহাম্মদ জাহেদ (২৭) ও তার স্ত্রী তাসনিম বিনতে আসলাম ওহি (২৬)।
চাঁন্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজেদের মালিকানাধীন ভবনের ফ্ল্যাটের ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলছিল। বুধবার রাত দেড়টার দিকে সাহেদকে ধারাল অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে হত্যা করেন জাহেদ ও তার স্ত্রী।
তিনি বলেন, স্বামী-স্ত্রী সাহেদের লাশ নিয়ে পালানোর চেষ্টা করেন। রাত আড়াটার দিকে নগরীর কাপ্তাই রাস্তার মাথার কাছে তাদের আটক করে পুলিশ।
সাহেদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।