Published : 19 Apr 2025, 08:23 PM
চট্টগ্রামের কাপাসগোলায় ব্যাটারির রিকশা খালে পড়ে সাত মাসের শিশুর মৃত্যুর ঘটনায় নিজেরও দায় দেখছেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
শনিবার নগরীর চাক্তাই আসাদগঞ্জ এলাকায় এক সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “যদিও সিডিএ এসব খালের কাজ করছে। কিন্তু একজন মানুষ হিসেবে, একটি সেবা সংস্থার প্রধান হিসেবে এ দায় কখনও এড়াতে পারি না।”
মেয়র বলেন, “সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব আছে বলে আমি মনে করি। নগর সরকার ব্যবস্থা থাকলে হয়ত সমন্বয় থাকত। আমি কিছু বললে হয়ত তারা শুনত। এসব যতক্ষণ হবে না ততক্ষণ সমন্বয় হবে না।”
চট্টগ্রামে বৃষ্টির মধ্যে শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের কাছে হিজড়া খালে ব্যাটারির রিকশা পড়ে স্রোতে ভেসে যায় সাত মাসের মেয়েশিশু শেহেরিজ। তার মা, নানি খালে পড়লেও তারা উঠে আসতে সক্ষম হন।
ওই ঘটনার ১৪ ঘণ্টা পর শনিবার সকাল ১০টায় নগরীর চাক্তাই খালের আসাদগঞ্জ শুটকিপট্টির অংশে শিশুটির লাশ ভেসে ওঠে। শিশুর পরিবারও থাকে শুটকিপট্টি এলাকাতেই।
মেয়র বলেন, “সে নিখোঁজ হয়েছে হিজড়া খালের কাপাসগোলা অংশে। তাকে পাওয়া গেছে তার বাড়ির কাছেই আসাদগঞ্জে রাজাখালী খালে। আমরা হয়তবা বাচ্চাটাকে জীবিত উদ্ধার করতে পারিনি। কিন্তু ডেড বডিটা মা বাবা পেয়েছে।”
শিশু শেহেরিজের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে শাহাদাত হোসেন বলেন, “এ ধরনের প্রাণহানি কখনও কাম্য নয়। আমরা কেউই এর দায় এড়াতে পারি না।
“যে খালে এ ঘটনা ঘটেছে, সেখানে ৩৪ ব্রিগেড কাজ করেছিল। তিন-চার দিন আগে তারা এটা ক্লিন করেছিল, ১২ ফুটের মত। কাজটা খুব চমৎকার হয়েছে। সেখানে বাঁশ দিয়ে যে প্রিভেন্টিভ মেজারস দিয়েছিল, সেটা কাজ করার সময় হয়ত খুলে ফেলা হয়েছিল। আমি বলেছি কাজ করার পর অন্তত সেটা লাগিয়ে দিতে হবে অথবা তারা না পারলে আমাদের বললে আমরা লাগিয়ে দিব। আমরা এখন বলতে চাই, সব জায়গায় স্ল্যাব ও ম্যানহোলের ঢাকনা লাগিয়ে দিতে। এজন্য এলাকাবাসীকে সজাগ থাকতে হবে।”
খাল-নালা পরিষ্কার রাখতে নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যাদের বাড়ির সামনে ময়লা পাওয়া যাবে, সেখানে অভিযান চালানো হবে। খাল পরিষ্কার করছি, আবার ময়লা ফেলছে। যারা ময়লা ফেলবে, তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নালায় পড়ে মারা যাওয়া শিশু পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন মেয়র।
আরও পড়ুন-