Published : 18 Jun 2025, 10:28 PM
চট্টগ্রামের পাঁচটি ওয়ার্ডে ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে মাটির নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
বুধবার ‘ফাইবার অ্যাট হোম’ নামে একটি কোম্পানির সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে নগর কর্তৃপক্ষ।
বন্দর নগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলি, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ, ২৮ নম্বর পাঠানটুলি এবং ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে ভূগর্ভস্থ ক্যাবল নেটওয়ার্ক তৈরি করা হবে।
সিটি শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং গুরুত্বপূর্ণ। এ চুক্তির মাধ্যমে নগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জাল মুক্ত করে পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, “প্রতিটি বাসার নিচে একটি বক্স থাকবে। সেটি থেকে ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ঝুলন্ত ইন্টারনেট ক্যাবল থাকবে না।”
ফাইবার অ্যাট হোমের জেনারেল ম্যানেজার (বিজনেস অ্যান্ড ডাটা অ্যানালাইসিস) সারফুদ্দিন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিজস্ব খরচে পাঁচটি ওয়ার্ডে ভূগর্ভস্থ ক্যাবল স্থাপনের কাজ করব। এতে শহরের সৌন্দর্য বাড়বে।
“পরবর্তীতে যারা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে আমরা দীর্ঘমেয়াদে এই খরচের অর্থ আদায় করব। এক্ষেত্রে গ্রাহক পর্যায়ে যাতে ইন্টারনেট বিল না বাড়ে সেটা নিশ্চিত করা হবে।”
চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন সিসিসির আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, এস এম সারোয়ার আলম, ফাইবার অ্যাট হোমের কর্মকর্তা মোহাম্মদ শাহ ইসরাইল সবুজ।