Published : 15 May 2025, 10:25 PM
চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা– ‘চিটাগং ট্রাভেল মার্ট ২০২৫’।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বৃহস্পতিবার সকালে এ মেলার উদ্বোধন করেন বলে আয়োজন প্রতিষ্ঠান ট্রিটন গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামী ১৭ মে পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগ্রহী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মোট ২৭টি কোম্পানি ৩৪টি স্টলে তাদের পণ্য ও সেবার প্রদর্শন করছে এবারের পর্যটন মেলায়।
দেশ-বিদেশের এয়ারলাইনস, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সি, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কোম্পানি, বিভিন্ন পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
মেলার উদ্বোধন করে মেয়র শাহাদাৎ হোসেন বলেন, “সঠিক নীতিগত ও অবকাঠামো সহায়তা নিশ্চিত করতে পারলে জাতীয় জিডিপিতে পর্যটনের অবদান হতে পারে চতুর্থ বৃহত্তম।”
চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে চট্টগ্রাম বিমানবন্দরকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটন মেলা দেখার জন্য যে দর্শনার্থীরা আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য প্রতিদিন সন্ধ্যায় র্যাফেল ড্র’র আয়োজন করা হবে। র্যাফেল প্রাইজের মধ্যে থাকছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এয়ারটিকিট, হোটেল রুম, রিসোর্টে আবাসন ইত্যাদি।
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের সুপার উত্তম প্রসাদ পাঠক, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন মেলার উদ্বোধন অনুষ্ঠানে।