Published : 08 Jun 2025, 06:39 PM
চট্টগ্রামের সাতকানিয়ায় ‘পূর্ব বিরোধের’ জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর দিয়েছে পুলিশ।
উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ৫৫ বছর বয়সী দিদারুল আলম ওই এলাকার বাসিন্দা।
তাকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব বিরোধের জেরে দিদারুলকে ধরে মারধর করে কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। এরপর তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দিদারুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরিদশর্ক সুদীপ্ত বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, হামলাকারীদের সাথে দিদারুলের পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। শনিবার রাতে বাড়ির কাছে দিদারুলের কথা কাটাকাটি হয়। এসময় তাকে মারধর করা হয়।”
গ্রেপ্তার চারজনসহ ১১ জনের বিরুদ্ধে নিহতের ভাই মামলা করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা সুদীপ্ত।