Published : 02 Oct 2024, 12:14 PM
চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক পোশাক শ্রমিক মারা গেছেন।
পাহাড়তলী থানার এসআই সুবীর বিক্রম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার সকালে সাগরিকা বিটাক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত পোশাক শ্রমিক মোছাম্মৎ ঝুমুর বেগম বিটাক এলাকায় রিলায়েন্স ডেনিম লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
১৮ বছর বয়সী ঝুমুর থাকতেন নগরীর হালিশহর ফইল্ল্যাতলী বাজার কলেজ রোড এলাকায়; তার দেশের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়।
এসআই বিক্রম বলেন, “সকালে মেয়েটি অটোরিকশায় করে কারখানায় কাজে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।“
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন এই এসআই।