Published : 03 Dec 2023, 10:17 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে ১৭ কর্মচারীর নিয়োগ স্থগিত করেছে সিন্ডিকেট।
বৃহস্পতিবার ৫৪৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ।
চিকিৎসা কেন্দ্র, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আইন অনুষদ, আলাওল হল, সাংবাদিকতা বিভাগ, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ, গ্রন্থাগার, ইন্সটিটিউট অফ মেরিন সায়েন্স এবং জননেত্রী শেখ হাসিনা হলের বিভিন্ন পদে এ ১৭ কর্মচারী নিয়োগের সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড।
তবে তাদের নিয়োগের আগে লিখিত পরীক্ষা হয়নি বলে পুনরায় ১৭ জনের নিয়োগ পর্যালোচনার সুপারিশ করেছে সিন্ডিকেট।
সিন্ডিকেট সদস্য নইম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পরে একটা মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এবার তা হয়নি, তাই ১৭ জনের নিযোগ স্থগিত করা হয়েছে। তাদের লিখিত পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়েছে।"
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু কিছু জায়গায় সিন্ডিকেট নিয়োগগুলো সন্তোষজনক মনে করে নাই বলেই নতুন করে রিফর্ম করার সুপারিশ করেছে। লিখিত পরীক্ষা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ দেওয়া হলে সিন্ডিকেটের আপত্তি থাকবে না।"