Published : 01 Jan 2025, 08:25 PM
নোয়াখালীর ভাসানচর থেকে চট্টগ্রামে পালিয়ে আসা ২০ রোহিঙ্গাকে ধরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার আনোয়ারা উপজেলার গহিরা ঘাট থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে বলে আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানিয়েছেন।
এর মধ্যে আট শিশু, ছয়জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।
ওসি বলেন, তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে সাগরপথে গহিরা চলে এসেছিল। স্থানীয় লোকজন তাদের ধরে সেনাবাহিনীর কাছে দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
আটক রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।