Published : 24 Jul 2023, 08:46 PM
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক ছেলে শিশুকে ধর্ষণের অপরাধে এক দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত মোহাম্মদ জামাল (৫৫) নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকার মৃত ছালেহ নুরের ছেলে। তার উপস্থিতিতে রায় হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল আলম সাংবাদিকদের বলেন, “১১বছর বয়েসী শিশুটিকে বলাৎকারের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের দণ্ডাদেশ দিয়েছেন।”
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২০ সালের ৭ নভেম্বর পতেঙ্গা মাইজপাড়া রাজাপুকুর পাড় এলাকার ১১বছর বয়সী ওই শিশু চিপস কিনতে গিয়েছিল জামালের দোকানে। জামাল শিশুটিকে চিপস ও টাকার লোভ দেখিয়ে তার দোকানে ঢুকিয়ে ধর্ষণ করেন।
পরে ওই শিশু বাসায় ফিরে তার মাকে ঘটনা বললে পতেঙ্গা থানায় একটি মামলা হয়। পুলিশ মামলার পরপরই জামালকে গ্রেপ্তার করে।
আইনজীবী আরিফুল বলেন, ২০২০ সালের ২৯ নভেম্বর জামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে সোমবার রায় হল।