Published : 01 Nov 2023, 02:30 PM
বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে গাড়ি ভাংচুরের পর এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর কোতোয়ালি কদমতলী সংলগ্ন আটমাসিং মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌহিদুল ইসলাম (২৮) কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১টার দিকে আটমাসিং মোড়ে ১০/১২ জন যুবক ঝটিকা মিছিল বের করে একটি মিনিবাসে ভাংচুর করে। তারা সেখানে দুটি ককটেলও ফাটায়।
এ সময় পুলিশ ধাওয়া করে তৌহিদদুলকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে আশপাশে তল্লাশি চালিয়ে একটি ককটেল ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
বুধবার অবরোধের দ্বিতীয় দিন চট্টগ্রামের অভ্যন্তরীণ রুটে যাত্রী ও বাস চলাচল বেড়েছে। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। আর ঘোষণা থাকলেও দূর পাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
সকালে কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই বাসে পোশাক শ্রমিকদের কর্মস্থলে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, বাসটি শ্রমিক নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিল। ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় অবরোধকারীরা হামলা চালায়। তারা লাঠি দিয়ে ভাঙচুর শুরু করলে বাসে থাকা যাত্রীরা নেমে পড়ে। তখন তারা আগুন ধরিয়ে দেয়।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ এবং গ্রেপ্তার দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ও জামায়াতের এই অবরোধ চলছে। তিন দিনের এই অবরোধ শেষ হবে বৃহস্পতিবার।