Published : 18 Oct 2023, 02:15 PM
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেন্সিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে, যিনি নিজেকে পুলিশ সদস্য বলে দাবি করেছেন।
উপজেলার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকা থেকে বুধবার সকালে তাকে আটকের কথা জানান ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী।
আটক মো. সাজ্জাদ হোসেন খাগড়াছড়ির রামগড় থানায় কনস্টেবল হিসেবে দায়িত্বরত বলে স্থানীয়রা জানালেও বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। রামগড় ও ফটিকছড়ি সীমান্ত এলাকায় ফেন্সিডিলসহ তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “স্থানীয় লোকজন ৫০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করে। তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, থানায় নেওয়ার পর পরিচয় নিশ্চিত করে বলা যাবে।”
জানতে চাইলে রামগড় থানার ওসি মিজানুর রহমান বলেন, “আমাদের এক পুলিশ সদস্য থানায় অনুপস্থিত আছে। তার বেশি কিছু জানি না। আটকের বিষয়টি ভুজপুর থানা পুলিশ বলতে পারবে।”
গত ১৪ অক্টোবর চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার তারা গেইট এলাকা থেকে আশরাফুল হাসান নামে রামগড় থানার এক কনস্টেবল ও তার দুই সহযোগী ফেন্সিডিলসহ গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন। প্রাইভেট কারে করে ৯৩ বোতল ফেন্সিডিল নিয়ে চট্টগ্রাম নগরীর দিকে তারা যাচ্ছিলেন।
পুরনো খবর-