Published : 03 May 2023, 06:07 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলনে থাকা চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা প্রায় ছয় মাস পর ক্লাসে ফিরেছেন।
সংস্কার কাজ ও ঈদুল ফিতরের ছুটির জন্য ১ মে পর্যন্ত বন্ধ ছিল চারুকলা। সেই ছুটি শেষে মঙ্গলবার নিজ নিজ ক্লাসে উপস্থিত হন শিক্ষার্থীরা।
এরপর তারা বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে 'ক্লাস বর্জন কর্মসূচি’ স্থগিত রাখার বিষয়টি গণমাধ্যমকে জানান।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, "দীর্ঘ ৬ মাস ক্লাস বর্জনের পর সেশন জটসহ, অ্যাকাডেমিক নানান ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার ভার শিক্ষার্থীদের উপর চাপিয়েছে। তারই প্রেক্ষিতে চারুকলার সকল শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গতকাল থেকে ক্লাস বর্জন স্থগিত করা হয়েছে।”
চারুকলার স্নাতকোত্তরের শিক্ষার্থী জহির রায়হান অভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্লাস বর্জন স্থগিত করা হয়েছে ঠিকই, তবে আমাদের মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে বন্দর নগরীর বাদশা মিয়া সড়কের সরকারি চারুকলা কলেজ ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাথে একীভূত হয় এবং চারুকলা ইনস্টিটিউট হিসেবে সেখানেই শিক্ষা কার্যক্রম শুরু করে। তার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলা বিভাগের কার্যক্রম চলত।
গত বছর নভেম্বর মাসে ক্লাস রুমের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়াসহ ২২ দফা দাবিতে আন্দোলনে নামে তারা।
২৩ জানুয়ারি থেকে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরতে রাজি হলেও শিক্ষার্থীরা পরে অ্যাকাডেমিক ভবনের বাইরে খোলা প্রাঙ্গণে ক্লাস করেন।
এরপর ৩১ জানুয়ারি থেকে পুনরায় শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফিরে যেতে নগরীর বাদশা মিয়া সড়কে চারুকলার মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন ও আন্দোলন শুরু করে।
ওই উত্তেজনার মধ্যেই ২ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় চারুকলা ইনস্টিটিউট এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। যা পরে ১ মে পর্যন্ত বাড়ানো হয়।
পুরনো খবর
চবির চারুকলা ইনস্টিটিউট বন্ধ ৬ এপ্রিল পর্যন্ত
সংস্কারের জন্য চবি চারুকলা ক্যাম্পাস আরও ১ মাস বন্ধ
আন্দোলনের মধ্যে চবির চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা
চবির চারুকলা: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, আন্দোলনে অনড় শিক্ষার্থীরা