Published : 06 Mar 2024, 04:42 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
যোগদানের দিন থেকে পরবর্তী চার বছর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন সেকান্দর চৌধুরী। বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা তিনি পাবেন। সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে।
অধ্যাপক সেকান্দর চৌধুরী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতির দায়িত্ব ছাড়াও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এখন তিনি উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। উপ-উপাচার্য হিসেবে অ্যাকাডেমিক দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে। ২০২৫ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেকান্দর চৌধুরী প্রশাসনিক উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য দুইজন। একজন অ্যাকাডেমিক বিষয় দেখবেন, একজন প্রশাসনিক দায়িত্ব পালন করবেন “