Published : 02 Jun 2025, 10:26 PM
আগামী অর্থবছরের বাজেটে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সিলিন্ডারে রেয়াতি সুবিধার সময়সীমা বাড়ালেও স্থানীয় উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থান করেন, যেখানে এলপি গ্যাস উৎপাদনে ভ্যাট আড়াই শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে রেয়াতি সুবিধা থাকবে ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এলপি গ্যাস সিলিন্ডার উৎপাদনে ভ্যাট বাড়ালে এলপি গ্যাসের দাম বেড়ে গৃহস্থালী ব্যয় বাড়তে পারে।
এদিকে সোমবার এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে, তাতে দাম কেজি প্রতি দাম কমেছে ২ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি; যা এদিন সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর করা হবে।
সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় জুন মাসের জন্য এলপি গ্যাসের দাম কেজিতে ২ টাকা ৩০ পয়সা করে কমেছে। তাতে বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমছে ২৭ টাকা ৬০ পয়সা।
নতুন দর অনুযায়ী, জুন মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডার ১৪০৩ টাকা, ১৫ কেজি সিলিন্ডার ১৭৫৪ টাকা, ২০ কেজি সিলিন্ডার ২৩৩৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডার ২৯২৪ টাকা, ৩০ কেজি সিলিন্ডার ৩৫০৮ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডার ৫ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।