Published : 21 May 2025, 12:40 AM
ব্যবসায়ীদের আপত্তি থাকলেও স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, বাংলাদেশের মত অন্য কোনো দেশ এখন আর এলডিসিতে নাই। এশিয়ার মধ্যে আফগানিস্তান, আফ্রিকার মধ্যে কঙ্গো, সোমালিয়া রয়েছে।
”তাইলে আমরা কেন এই তালিকায় থাকব। আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না “
মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড সাসটেইনেবিলিটি হাব’ এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণাকেন্দ্র এবং শার্প কনসাল্টিং বাংলাদেশ লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।
গভর্নর বলেন, ”আমাদের এই লিস্ট থেকে বের হতেই হবে। ব্যবসায়ীদের আপত্তি থাকলেও এলডিসি থেকে উত্তরণ হওয়া বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে করি। যে টার্গেট সামনে রয়েছ সেটা পূরণ করতে হবে। আমাদেরকে উত্তরণের জন্য প্রস্তুত হতে হবে।“
বর্তমানে কলকারখানার অব্যবস্থাপনার কারণে নদী ধ্বংস হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু কাউকে দোষ দিয়ে লাভ নেই। সাভারে যে ট্যানারির সমস্যা তা ধলেশ্বরী নদীর মাছ মেরে ফেলছে।
“এটা তো আমাদের সমস্যা। অন্যরা টাকা দিক আর না দিক এ সমস্যার সমাধান না করলে কখনই ঠিক হবে না। পরবর্তী প্রজন্মের জন্য হলেও এই সমস্যা সমাধান করতে হবে।”
আহসান মনসুর বলেন, ঘুষ দিয়ে কলকারখানা স্থাপন করলে তা সবার জন্য ক্ষতিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়দি সাত্তার, এফআরসি বাংলাদেশের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, বিআইবিএমের মহাপরিচালক আখতারুজ্জামান, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল।