Published : 01 Jul 2025, 12:37 AM
পণ্য উৎপাদনকারী দেশের যেকোনো কোম্পানির লোকজন নিজেদের আয়-ব্যয় ও উৎপাদনের সব তথ্য সংরক্ষণে যে ‘সফটওয়্যার’ বা ‘সিস্টেম’ ব্যবহার করে থাকেন, তার মাধ্যমেই এখন থেকে সরাসরি ভ্যাটের রিটার্ন দাখিল করা যাবে।
কোম্পানির এ ধরনের পদ্ধতিকে ‘এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং’ বা ইআরপি বলা হয়। এর মাধ্যমে কোম্পানির অর্থ, মানবসম্পদ, উৎপাদন, সরবরাহশৃঙ্খল ও ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনাকে একত্রিত করে একটি সমন্বিত পদ্ধতিতে আনা হয়। একই ধরনের পদ্ধতি ব্যবহার হয় ভ্যাটের হিসাবেও।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর বলেছে, আইভ্যাসে নিবন্ধিত করদাতা যেন কোম্পানির নিজস্ব সিস্টেম থেকে ‘এক ক্লিকে’ রিটার্ন দাখিল করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে কোনো কোম্পানি নিজস্ব ইআরপি থেকে সরাসরি রিটার্ন জমা দিতে পারত না।
এটি কতটুকু সফল হবে, তা নিরূপণে সম্প্রতি দুটি কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছিল। তারা নিজস্ব ইআরপি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন দাখিলের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে তথ্য দিয়েছে এনবিআর।
এতে বলা হয়, সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব ইআরপি সফটওয়্যারের সঙ্গে এনবিআরের সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি ‘এক ক্লিকে’ আইভ্যাস সিস্টেমে রিটার্ন দাখিল করতে পারছেন।
এ লক্ষ্যে ভ্যাট আইনে ‘সিস্টেম অটোমেশনের’ প্রয়োজনীয় বিধান সংযোজন করা হয়েছে।
ইনটেগ্রেটেড ভ্যাট সিস্টেম বা আইভ্যাসের মাধ্যমে করদাতারা অনলাইনে নিবন্ধন, রিটার্ন দাখিলসহ নানা সেবা নিতে পারেন।
এনবিআর বলছে, “ভ্যাট সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যারের সঙ্গে আইভ্যাসের ইন্টিগ্রেশনের মাধ্যমে নতুন করে আইভ্যাস সিস্টেমে প্রবেশ করে ভ্যাট রিটার্ন দাখিলের প্রয়োজন হবে না। ফলে শ্রম ও সময় সাশ্রয়সহ রিটার্ন দাখিল ঝামেলামুক্ত হবে।”
এনবিআরের নিজস্ব জনবল দিয়ে এ প্রযুক্তিগত কাজ সম্পাদন করা হচ্ছে তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল থেকে প্রাথমিকভাবে সেভেন রিং সিমেন্ট এবং সিয়াম বাংলা সিমেন্ট নামের দুটি কোম্পানিতে এ পদ্ধতি চালু করা হয়েছে।