Published : 02 Jun 2025, 09:58 PM
আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির ব্যবসায়ী করদাতার ক্ষেত্রে টার্নওভার বা লেনদেনে করের আওতামুক্ত সীমা তিন থেকে বাড়িয়ে চার কোটি করার প্রস্তাব করা হয়েছে।
সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহেমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।
বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা কর কাঠামোর বিদ্যমান ব্যবসা সহজ করার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
তিনি বলেন, ‘অসামঞ্জস্যতা দূরীকরণ এবং কর জাল সম্প্রসারণে’ নেওয়া আরও কয়েকটি কার্যক্রমের কথা তুলে ধরেন।
জাতীয় রাজস্ব বোর্ডের- এনবিআরের তথ্য অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে করযোগ্য পণ্য বা সেবা সরবরাহ থেকে যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন সে পরিমাণ অর্থ ওই সময়ের জন্য তার টার্নওভার।