Published : 08 Nov 2022, 07:35 PM
মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ঋণ পাওয়ার যে সীমা ব্যাংক কোম্পানি আইনে রয়েছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কোম্পানির ক্ষেত্রে পাঁচ বছরের জন্য তা শিথিল করল বাংলাদেশ ব্যাংক।
অর্থাৎ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অর্থের পরিমাণ মূলধনের ২৫ শতাংশে সীমাবদ্ধ রাখার বাধ্যবাধকতা ব্যাংকের জন্য থাকবে না। ওই সীমা কত হবে, বাংলাদেশ ব্যাংক তা নির্ধারণ করে দেবে।
মঙ্গলবার এক সার্কুলারে নতুন এই নিয়ম দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সেখানে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ব্যয় নির্বাহ করতে বিদ্যুৎ উৎপাদনকারী কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের সময় ব্যাংক কোম্পানি আইনের ২৬খ(১) ধারার শর্তে বর্ণিত নিষেধাজ্ঞার বিষয়টি আগামী পাঁচ বছর কার্যকর হবে না।
জমি কেনা, যন্ত্রপাতি আমদানী ও কেনা বাবদ ব্যয়, মেশিনারি স্থাপন সংক্রান্ত ব্যয়, মেরামত (ওভাহলিং) ব্যয় এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ব্যবহৃত কয়লাসহ অন্যান্য কাঁচামাল কেনা বা আমদানির জন্য ঋণ এ নিয়মের আওতায় পড়বে।
ব্যাংক কোম্পানি আইনের শর্ত অনুযায়ী ওই ২৫ শতাংশের বদলে ঊর্ধ্বসীমা কত হবে, তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।
একক গ্রাহক হিসেবে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক মূলধনের ২৫ শতাংশের (ফান্ডেড ও নন-ফান্ডেড মিলিয়ে) বেশি ঋণ দিতে পারে না। গত ১৬ জানুয়ারি ওই সীমা র্নিধারণ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক, যা এর আগে ৩৫ শতাংশ ছিল।