Published : 07 May 2025, 11:14 AM
প্রেম ও রহস্যে মোড়ানো এক গল্পে মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটক ‘ভালোবাসার নাম মিসিসিপি’।
বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে বুধবার রাত সাড়ে ১০টায়।
‘ভালোবাসার নাম মিসিসিপি’ নাটকের গল্প আবর্তিত হয়েছে হাসাপাতালের একটি ঘটনা দিয়ে। নাটকে দেখানো হয়েছে হাসপাতালের আইসিইউয়ে সামনে ‘ভোর’ নামের এক তরুণ তার মায়ের সুস্থতার জন্য প্রার্থনায় বসে থাকে। ওই সময় তার পাশে বসে থাকে এক অপরিচিত তরুণী, যার নাম ‘মিসিসিপি’। তার আপনজনও আছেন কোমায়।
সংকটময় পরিস্থিতিতে, অচেনা হয়েও একে অন্যের সঙ্গ হয়ে ওঠে দুই তরুণ-তরুণী। প্রতিদিন দেখা হয় দুজনের, একসময় মিসিসিপি ভোরকে বলে যে, তার মা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। মিসিসিপির কথা সত্যি হয়। একদিন আইসিইউতে ঢুকে ভোর দেখে, অন্য কেউ নয়, মিসিসিপিই কোমায় আছেন! তাহলে এতদিন কার সঙ্গে বন্ধুত্ব ছিল ভোরের? বাস্তব আর অবাস্তবের এই দোলাচলে এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকের ভোর চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং মিসিসিপি চরিত্রে আইশা খান।
নাটকটি নিয়ে পরিচালক সাগর জাহান বলেন, "রহস্য আর আবেগের এই ভিন্নধর্মী নাটকটি দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আশা করছি।"