Published : 12 Jul 2024, 09:48 AM
দক্ষিণ ভারতের নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' সিনেমা দিয়ে তেলুগু চলচ্চিত্রে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা মা ডং সিওক। এ সিনেমায় প্রভাসের সঙ্গে টেক্কা দিতে দেখা যাবে তাকে।
ফিল্মফেয়ারের প্রতিবেদন বলছে, মা ডং সেওক, যিনি ডন লি নামেই বেশি পরিচিত, তাকে স্পিরিট সিনেমায় ভিলেনের ভূমিকায় দেখা যাবে। আর এ চরিত্রের জন্য প্রায় ১০ কোটি রুপি নিয়েছেন এই অভিনেতা।
কোরিয়ান ভিলেনের পাশাপাশি কোরিয়ান স্টান্ট কোরিওগ্রাফারও থাকবেন ভাঙ্গার নতুন এতে। তবে সিনেমার শিল্পী নির্বাচন নিয়ে এখনো নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘ট্রেন টু বুসান’, ‘দ্য আউটলজ’ কিংবা মার্ভেলের ‘ইটারনালস’-এর মত সিনেমা দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ডন লি।
প্রভাসের সঙ্গে ডন লির নাম আলোচনা আসার পর থেকেই সিনেমাটি নিয়ে অনুরাগীদের প্রত্যাশা যেন দ্বিগুণ বেড়ে গেছে। বড় পর্দার প্রভাসের সঙ্গে দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।
'অ্যানিমাল' সিনেমার সাফল্যের পর 'স্পিরিট' সিনেমার ঘোষণা দেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। নির্মাতা জানিয়েছিলেন, চলতি বছরই সিনেমাটির কাজ শুরু করবেন তিনি। আর স্পিরিট হবে অ্যানিমাল থেকেও বড় বাজেটের।