Published : 04 Jun 2025, 12:00 PM
হলিউডের ইতিহাসে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া দীর্ঘ থেকে দীর্ঘতর সময়ে টেনে নিয়ে যাওয়া দুই তারকা হলেন দুই তারকাভিনেতা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।জোলি ও পিট নামদুটো দীর্ঘ সময় একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকলেও, তারা বিয়ে করে এক ছাদের নিচে সংসার করেছেন মাত্র দুই বছর। আর আইনি লড়াই চালিয়ে আনুষ্ঠানিক বিচ্ছেদ নিয়ে ‘সমঝোতায় পৌঁছুতে’ সময় নিয়েছেন ৮ বছর।
বিচ্ছেদ নিয়ে জোলি বিভিন্ন সময়ে কথা বললেও পিটের কাছ থেকে মন্তব্য আসেনি কোনো সংবাদমাধ্যমে।
পিপল লিখেছে, জিকিউ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে পিট বলেন, জোলির সঙ্গে তার বিবাহবিচ্ছেদের বিষয়টি ‘বড় বিষয়’ হিসেবে তিনি দেখছেন না।
তার ব্যক্তিগত জীবন সবসময়ই শিরোনামে থাকে বলে মন্তব্য করেছেন পিট।
পিট বলেন, “৩০ বছর ধরে আমার জীবন সংবাদমাধ্যমের নজরদারিতে আছে। আমার ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে কোনো না কোনো খবর প্রকাশ হয়েছে।"
পিটের ভাষ্য, এই ব্যাপারটা তার জন্য জন্য সহজ ছিল না।
“এটি খুব বিরক্তিকর ছিল।"
এই অভিনেতা বলেছেন, তিনি তার বর্তমান জীবন নিয়ে ‘আত্মবিশ্বাসী’ হওয়ায় তাকে নিয়ে কোথায় কোন খবর প্রকাশ হল, তা নিয়ে কোনো মাথাব্যথা নেই তার।
জোলির সঙ্গে বিচ্ছেদের পর পিটের সঙ্গে একের পর এক নারীর নাম জড়িয়েছে। তবে শেষ দুই বছর ধরে পিট গয়নার নকশাকার ইনেস ডি র্যামনের সঙ্গে সম্পর্কে আছেন।
এই সম্পর্ক নিয়ে পিট বলেছেন, র্যামনের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। কোনো সমস্যা এখন পর্যন্ত আসেনি, কোনো চাপও তিনি অনুভব করছেন না।
জোলি এবং বয়সী পিটের প্রথম পরিচয় ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে।
“সিনেমার জন্য এবং একসঙ্গে অনেক পাগলামি করার জন্য আমরা এক হয়েছিলাম। আমার ধারণা অদ্ভুত বন্ধুত্ব হয়েছে আমাদের মধ্যে”, সম্পর্কের দুই বছরের মাথায় ভোগ ম্যাগাজিনকে সাক্ষাৎকারে প্রেম নিয়ে উপলব্ধির কথা বলেছিলেন জোলি।
জোলি-পিটের সংসারে একে একে ছয় সন্তান আসে। তারা হলেন- ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স। ছয় জনের মধ্যে দত্তক নেওয়া সন্তান হলেন তিনজন। ছেলেমেয়েরা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে।
দীর্ঘ সময় প্রেম করে ২০১৪ সালে বিয়ে করে ঘর বাঁধেন জোলি ও পিট। এটি ছিল পিটের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ফ্রেন্ডস তারকা জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন।
অন্যদিকে জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।
জোলি-পিটের সংসার জীবনের স্থায়ীত্বকাল মাত্র দুবছর।
দম্পতি তকমাটি ঝেড়ে ফেলতে পিট এবং জোলির কেন এত সময় লাগল সেই উত্তর খোঁজার চেষ্টায় বিবিসি বলেছিল, হলিউডে এক সময়ের ‘পাওয়ার কাপল’ খ্যাত দুই অভিনয় শিল্পীর ছয় সন্তানের অভিভাকত্ব নিয়ে তিক্ত লড়াই এবং তাদের যৌথ মালিকানার ফ্রান্সের এস্টেট ‘শ্যাঁতো মিরাভাল’ এবং ওয়াইনারি নিয়ে আইনি জটিলতা বিচ্ছেদ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে।
তিক্ত বিবাহবিচ্ছেদের চিত্র উঠে এসেছে মামলার আইনি লড়াইয়ে। পিটের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক যুদ্ধ’ চালানোর অভিযোগ তুলেছেন জোলি।
অন্যদিকে পিটের অভিযোগ হল জোলি তার ব্যবসায়িক স্বার্থগুলো ‘শেষ করার’ চেষ্টা করছেন।