Published : 20 May 2025, 05:11 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ফের মঞ্চে আনছে নাটক 'পাখিদের বিধানসভা'।
সবশেষ গত ফেব্রুয়ারি মাসে নাটকটির প্রদর্শনী হয়েছিল।
বিভাগের একাডেমিক অনুশীলনকে বৃহত্তর জনসাংস্কৃতিক পরিসরে উপস্থাপনের ঐতিহ্যের ধারবাহিকতায় সুফি জীবন-দর্শন ভিত্তিক এ নাটকটি মঞ্চস্থ হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এবং শুক্রবার বিকাল সাড়ে ৭টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।
নাটকটি রচনা করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশান। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন অধ্যাপক আহমেদুল কবির।
ইরানের সুফি কবি ও দার্শনিক ফরিদ উদ্দিন আত্তার রচিত ধ্রুপদী কবিতা মানতিকুত তোয়ায়ের অবলম্বনে রচিত হয়েছে 'পাখিদের বিধানসভা'। নাটকের প্রযোজনায় গবেষণা ও আর্থিক সহযোগিতা করেছে চট্টগ্রামভিত্তিক সুফি দর্শন গবেষণা কেন্দ্র দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট।
বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ জানিয়েছে, নিউ লিবারাল বুর্জোয়া জীবন-ব্যবস্থায় ব্যক্তির বিচ্ছিন্নতাবোধ পেরিয়ে পাখিরূপী মানুষের আত্মানুসন্ধানের এক মহাজাগতিক পরিভ্রমণের রূপক হিসেবে সৃজিত হয়েছে পাখিদের বিধানসভা নাটকটি।
ব্যক্তিবাদী ভোগ-উপভোগের মিথ্যা রাজনৈতিক-সাংস্কৃতিক বাস্তুতন্ত্র গুঁড়িয়ে দিয়ে ভালোবাসা ও জ্ঞানের সংশ্লেষে গঠিত সত্য খোঁজের মাধ্যমে যৌথ জীবনের এক আধাত্মিক-রাজনৈতিক রূপান্তরের সম্ভাবনা নিরীক্ষণ করে এই নাটক।