Published : 25 Jan 2025, 10:52 PM
মহামারীর খরা কাটিয়ে ভারতীয় হিন্দি সিনেমা ‘বেকায়দা দশা’ কাটিয়ে উঠলেও গত কয়েক বছরে কটি সিনেমা বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে সেটি হাতে গুণে বলা যায়। এই দুর্দশার পেছেন ওটিটি প্ল্যাটফর্মকে দায়ী করেছেন হিন্দি সিনেমার অভিনেতা অক্ষয় কুমার।
অভিনেতা বলেছেন, “বক্স অফিসে সিনেমা ফ্লপের প্রধান কারণ ওটিটি প্ল্যাটফর্মগুলোর পরিচিতি এবং জনপ্রিয়তা।”
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
অক্ষয় বলেন, “আমি সিনেমা নিয়ে বহু মানুষের সঙ্গে কথা বলেছি। তারা সিনেমা নিয়ে বলেন যে ওটিটিতে আসুক, দেখে নেব। আসলে মহামারীর সময় থেকে মানুষ ঘরে বসে সিনেমা দেখে অভ্যস্ত হয়েছে, এখনও তাদের সেই অভ্যাস রয়ে গেছে, অস্বীকার করার কোনো উপায় নেই।“
প্রেক্ষাগৃহে সিনেমা না চলার পেছনে এই বিষয়টিকেই মূল কারণ বলে ধরে নিয়েছেন অক্ষয়।
অক্ষয়ের ভাষ্য, “মহামারী নিঃসন্দেহে চলচ্চিত্র শিল্পের গতিপ্রকৃতি পরিবর্তন করে দিয়েছে। দর্শকরা এখন সিনেমা কোথায় দেখবেন, তা বেছে নেন শিগিগরিই।”
অক্ষয় বর্তমানে তার আগামী সিনেমা ‘স্কাই ফোর্সে’র প্রচারে নেমেছেন। ২০২৪ সালে, তাকে ‘খেল খেল মে’, ‘সরফিরা’ এবং ‘বড়ে মিঁয়া, ছোট মিঁয়া’ সিনেমায়র প্রধান চরিত্রে দেখা গেছে, তবে বক্স অফিসে ওই সিনেমাগুলো আলোর মুখ আনেনি।
একইরকম মন্দা গেছে অক্ষয়ের ২০২৩ সালও। ওই বছরেও অক্ষয় অভিনীত ‘সেলফি’ এবং ‘মিশন রানীগঞ্জ’ও মাতাতে পারেনি বলিউডের বক্স অফিস।
তবে নির্মাতা পঙ্কজ ত্রিপাটি নির্মিত অক্ষয়ের সিনেমা ‘ওএমজি ২’ বাজিমাত করে বক্স অফিস।
আরও পড়ুন
'মন্দা' সময়েও অজয়ের 'ভরসা' অক্ষয়ে