Published : 22 Nov 2024, 11:51 AM
একটি খুন এবং সেটি ধামাচাপা দেওয়ার নানা ঘটনা নিয়ে থ্রিলার গল্পের সিনেমা ‘ওমর’ দেখা যাচ্ছে ওটিটিতে।
মাত্র ৩৫ টাকায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি।
চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোজার ঈদে মুক্তি পাওয়া 'ওমর' সিনেমাটি যারা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি তারা প্রেক্ষাগৃহের মত ওটিটিতে টিকেট কেটে দেখতে পারবেন।
“তবে ম্যানুয়ালি নয় ডিজিটালি টিকেট কাটতে হবে;আর সেই টিকেট মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।”
সিনেমার পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “চরকিতে ’ওমর’ মুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। দেশ ও দেশের বাইরে অনেকে জানিয়ে আসছিলেন সিনেমাটি তারা দেখতে চান, তাদের জন্যই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া। আশা করি সিনেমাটি ওটিটির দর্শকদেরও চাহিদা মেটাতে পারবে।”
‘ওমর’ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ; বিশেষ একটি চরিত্রে আছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
বিভিন্ন চরিত্রে শহীদুজ্জামান সেলিম, নাসিরউদ্দিন খান, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিস আহমেদসহ আরও অনেকে কাজ করেছেন।
‘ওমর’র চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ; প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।
এর আগে রাজ নির্মাণ করেছেন ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’ নামের আরও কয়েকটি সিনেমা।
আরও পড়ুন: দুই রাজের 'ওমর' ওটিটিতে