Published : 16 Jun 2024, 12:52 PM
দ্বন্দ্ব, বৈরিতা এবং লড়াইয়ের আভাস দিয়ে প্রকাশ হয়েছে শাকিব খানের ঈদের সিনেমা ‘তুফান’ এর ট্রেইলার। ‘তুফান মানুষ নয়, আবার পশুও নয়, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস’– চঞ্চল চৌধুরীর কণ্ঠে এ সংলাপের মাধ্যমে শুরু হওয়া ২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেইলারে অ্যাকশন এবং ঘটনার গতি আটকে দেবে দর্শককে। এছাড়া তৈরি হয়েছে আরেক রহস্য। শাকিব কি দ্বৈত চরিত্রে আসছেন? জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত। ট্রেইলারের আরেকটি আকর্ষণ মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু, গাজী রাকায়েত ও শহীদুজ্জামান সেলিমের উপস্থিতি। এখানে শাকিবের সঙ্গে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীকে রোমান্টিক দৃশ্যে পাওয়া গেছে। নিজের চরিত্র গুরুত্বপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ মুক্তি পাচ্ছে ঈদে। প্রযোজনা করেছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি।
পুরনো খবর
'তুফানের' প্রচারে তুফানের কবলে মিমি
'তুফান' সিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন
তুফান: 'লাগে উরা ধুরা' ঝলকে শাকিব-মিমি
রাফীর 'তুফান', সাথে শাকিব-চঞ্চল!
ঝড় তুলে এসে গেল শাকিব-মিমির 'উরা ধুরা' গান