Published : 08 Apr 2025, 11:09 AM
পঁচিশ বছর ধরে পরিচালকের কথা মত পর্দায় কাজ করেছেন হিন্দি সিনেমার অভিনেতা হৃত্বিক রোশান; এবার তার কথা মত সাজানো হবে পর্দা।
এর কারণ, সুপারহিরো-অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘কৃশের’ চতুর্থ কিস্তিতে পরিচালক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন হৃত্বিক। নতুন এই দায়িত্ব পাওয়ায় কিছুটা ‘নার্ভাস’ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি। এই অভিনেতা ভক্তদের শুভকামনা ও উৎসাহ নিয়ে এই কাজটি শুরু করতে চাইছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে আটলান্টায় সম্প্রতি এক অনুষ্ঠানে ‘কৃশ ৪’ নিয়ে কথা বলছিলেন অভিনেতা।
হৃত্বিক বলেন, "আপনারা জানেন না আমি কতটা নার্ভাস! যতটা সম্ভব উৎসাহ প্রয়োজন আমার।"
ভক্তরা তখন উঠে দাঁড়িয়ে করতালি দেন। সে সময় হৃত্বিক বলেন, "এই ভালোবাসা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি।"
গত সপ্তাহে ঘোষণা আসে, বাবা রাকেশ রোশানের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি পরিচালনার ভার নিচ্ছেন হৃত্বিক। এবারের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন রাকেশ ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া।
‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক। এইবার অভিনয়ের পাশাপাশি পরিচালকের গুরু দায়িত্বে আসছেন তিনি।
আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল ‘কৃশ ৪’ আসছে। কিন্তু কাজ বারবার পিছিয়েছে। রাকেশ সিনেমার জন্য বাজেট ধরেছিলেন ৭০০ কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসেন প্রযোজকেরা। কোনো প্রযোজনা সংস্থা কৃশের এই কিস্তির জন্য এই পরিমাণ টাকা খরচ করতে এবং এত বড় ঝুঁকি নিতে রাজি হয়নি। পরে আদিত্য চোপড়া এই সিনেমায় অর্থলগ্নি করার সিদ্ধান্ত নিলে জটিলতা কেটে যায়।
'কৃশ' ফ্র্যাঞ্চাইজির সূচনা ২০০৩ সালে। প্রথমটি সাড়া তোলা সিনেমা ‘কোই মিল গ্যায়া’; এরপর ২০০৬ সালে আসে ‘কৃশ’ ও ২০১৩ সালে আসে ‘কৃশ ৩’। তিনটি সিনেমাই বক্স অফিসকে সন্তুষ্ট করেছে।
রাকেশ বলেছিলেন “আমি এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব হৃত্বিকের হাতে তুলে দিয়েছি। ২২ বছর সামলেছি, এতদিন আমার ছেলে উৎসাহ দিয়ে এসেছে আমাকে। আমি মনে করি নতুন সময়ের দর্শকদের রুচি নিয়ে তার ধারণা আছে। সে পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছে, এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ঘটনা এবং আনন্দেরও।"
রাকেশ মনে করছেন, যশরাজ ফিল্মস প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় এবার ‘কৃশ ৪’ আরও বড় পরিসরে যাবে।
তিনি বলেন, “হৃত্বিক আর আদিত্য নির্মাতা ও প্রযোজক হিসেবে কাজ করতে যাচ্ছে, যা অনেক বড় কিছুর স্বপ্ন দেখায়।"
এই পরিচালকের ভাষ্য, “কৃশ ৪ এর মাধ্যমে এমন কিছু হতে চলছে যা আগে বলিউডে হয়নি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো কিছু অভিজ্ঞতার যোগান দেবে।"
পর্দায় অভিনেতা হিসেবে আসার আগেই হৃত্বিক তার বাবার 'খুদগার্জ', 'কিং আঙ্কল', 'করণ অর্জুন' এবং 'কয়লা' সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
এবার এই ফ্র্যাঞ্চাইজির হাল ধরার মধ্য দিয়ে শুরু হচ্ছে তার পরিচালনার অধ্যায়।
আরও পড়ুন: