Published : 16 May 2025, 02:57 PM
পরিচালক রাজকুমার হিরানি ও তারকাভিনেতা আমির খান যুগলবন্দি হচ্ছেন ফের। এবার ভারতীয় চলচ্চিত্র জগতের পথিকৃৎ ‘দাদাসাহেব ফালকের’ বায়োপিক নির্মাণ করবেন হিরনি। যে সিনেমায় তিনি বেছে নিয়েছেন আমিরকে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন আমির।
‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ সিনেমা দিয়ে দারুণ পরিচিত আমির ও হিরানি জুটিকে গত ১১ বছর পর একসঙ্গে কোনো কাজে পাওয়া যায়নি। অবশেষে ‘দাদাসাহেব ফালকে’ নিয়ে এক হচ্ছেন আমির ও হিরানি।
ঢুণ্ডিরাজ গোবিন্দ ফালকে ‘দাদাসাহেব ফালকে’ নামে পরিচিত। যিনি ভারতীয় চলচ্চিত্রে এক আলদা মাত্রা যোগ করেছিলেন। ১৯১৩ সালে মুক্তি পেয়েছিল তার পরিচালিত সিনেমা ‘রাজা হরিশচন্দ্র’। যা প্রথম ভারতীয় পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা।
এছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল, ‘লঙ্কা কাণ্ড’, ‘শ্রীকৃষ্ণজন্ম’ ও ‘কালীয় মর্দন’। ১৯৬৯ সালে এই সিনেমা নির্মাতার প্রতি সম্মান প্রদর্শনে তৎকালীন ভারত সরকারের উদ্যোগে শুরু হয় ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার প্রদান। যা ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান।
ভারতের সংবাদমাধ্যম বলছে, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রতি দাদাসাহেব ফালকের অবদান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের সিদ্ধান্তে স্থির থেকে চলচ্চিত্রকে এক আলাদা মানে উন্নীত করা এবং সেজন্য তাকে যে ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেসব কিছুই তুলে ধরা হবে এই সিনেমায়। তবে সব ঘটনাই দেখানো হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে।
হিরানিসহ চিত্রনাট্যকার হিন্দুকুশ ভারতবংশী ও আবিষ্কার ভারতবংশী এই বায়োপিকের চিত্রনাট্য নিয়ে গত চার বছর ধরে কাজ করেছেন।
আমির খান তার আসন্ন সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তির পর এই বায়োপিকের জন্য প্রস্তুতি শুরু করবেন। এছাড়া সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে শুরু হবে দৃশ্য ধারণের কাজ।