Published : 07 Jun 2025, 11:18 PM
ঈদ উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে বন্দিদের মাতালেন কারাবন্দি গায়ক মাঈনুল আহসান নোবেল।
শনিবার বিকাল সাড়ে ৩টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন কারা অধিপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।
তিনি বলেন, “বন্দিরা আনন্দময় পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছে।"
সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে চেয়ারে বসে গিটার হাতে গান ধরেন নোবেল। তখন অন্য বন্দিরা তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন।
অনুষ্ঠানের ভিডিওতে তাকে ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’; ‘ভেবে দেখেছ কী’সহ বিভিন্ন গান গাইতে দেখা যায়।
গত ১৯ মে রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
কারা কর্মকর্তা ফরহাদ বলেন, “সকাল ৭ টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া ৮টায় বন্দিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।"
পরে সকাল ১০টায় কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসা দর্শনার্থীদের লিচু, শরবত দিয়ে স্বাগত জানানো হয়। আর শিশুদের জন্য ছিল ললিপপ, ক্যান্ডি ও চিপস।
ঈদ উদযাপনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হয়, পরে গরু ও খাসির মাংস রান্না করে কর্মী ও বন্দিদের দেওয়া হয় বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার জনাব সুরাইয়া আক্তার।
তিনি বলেন, “ঈদ উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গতকাল দুস্থ বন্দিদের জন্য ৬০০টি লুঙ্গি এবং ৮৫০ টি টিশার্ট বিতরণ করা হয়েছে।"
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুদ বলেন, “বন্দিরা ঈদের দিন শুরুতেই সকাল নাস্তায় পেয়েছেন পায়েস ও মুড়ি। দুপুরে দেওয়া হয় মুরগির রোস্ট, গরু ও খাসি। এছাড়া কোমল পানীয় সালাদ, পান সুপারি ও মিষ্টান্নের ব্যবস্থা ছিল।"