Published : 06 Jun 2025, 08:44 AM
রোজার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, চার সিনেমা নিয়ে এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’। তবে সিনেমাগুলো মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেছেন, তাদের এই পরিকল্পনা কেবল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য।
তিনি বলেন, "ঈদের সময় দর্শকেরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার-স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।"
রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো যারা দেখতে পারেননি, তারা যাতে ঘরে বসে দেখতে পারেন, চরকি সেই সুযোগ করে দিচ্ছে বলে জানিয়েছেন রনি।
রনি বলেন, "দেশের অনেক জায়গাতেই প্রেক্ষাগৃহ নেই বা সব সিনেমা প্রদর্শিত হয়নি। অনেক দর্শক সব সিনেমা দেখার সুযোগ পায়নি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবে।"
হৃদয়ের বরবাদ
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব খানের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল।
সিনেমার প্রযোজক শাহরিন আক্তার বলেন, "বরবাদ কেমন সাড়া ফেলেছে, কেমন ব্যবসা করেছে, তা সবার জানা। দেশ-বিদেশের অনেক মানুষ বরবাদ দেখেছেন, আবার অনেকে এখনো দেখার সুযোগ পাননি। তারা এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন।"
প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এই সিনেমার আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার।
সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’ দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।
নিশোর দাগি
মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্পে 'দাগি' সিনেমাটি বানিয়েছেন পরিচালক শিহাব শাহীন।
চরকিতে ‘দাগির’ মুক্তি নিয়ে এই পরিচালক বলেন, "অনেকেই সিনেমাটি দেখতে পারেননি, তারা দেখার সুযোগ পাবেন। আমার আশা দর্শকদের ভালো লাগবে।"
'দাগি' সিনেমায় জুটি বেঁধেছেন নিশো ও তমা মির্জা। তারা একসঙ্গে কাজ করেছিলেন সুড়ঙ্গ সিনেমাতেও।
‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।
প্রেম ও প্রতিশোধের গল্পে ‘জংলি’
এম রহিমের পরিচালনায় প্রেম ও প্রতিশোধের গল্পে ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী।
সত্য ঘটনা অবলম্বনে ‘জংলির’ গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও সুকৃতি সাহা।
‘জংলির’ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
মোশাররফের ‘চক্কর ৩০২ ’
সম্পর্ক, নানা জটিলতা আর রহস্যে ঘেরা সিনেমা ‘চক্কর ৩০২ ’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মইনুল নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ওটিটিতে মুক্তি নিয়ে শরাফ আহমেদ বলেন, থ্রিলার ঘরানার সিনেমা চক্কর ৩০২। এখানে গল্প, রহস্য আর অভিনয় দারুণভাবে মিশে গেছে।
তিনি বলেন, “দেশ-বিদেশে মোশাররফ করিমের ভক্তরা সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করেছেন। তারা আমাকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছেন সিনেমাটি দেখার আগ্রহের কথা। এবার আমি বলতে পারছি, আপনাদের অপেক্ষার অবসান হল।"