Published : 19 May 2025, 08:06 PM
রক মিউজিকের ছয় দশকের যাত্রা ঘিরে আয়োজন করা হচ্ছে ‘টক টু ইউর রকস্টারস- সিজন ওয়ান' নামের একটি কনসার্ট।
রাজধানীর বনানীর ‘যাত্রা বিরতিতে’ আগামী ২২ মে হতে যাচ্ছে এই আয়োজন। যেখানে পারফর্ম করবে তিনটি ব্যান্ড।
সেগুলো হল-‘সোনার বাংলা সার্কস’, এই দল থেকে গাইবেন প্রবর রিপন। ‘সাবকনশাস’ ব্যান্ডের জোহান আলমগীর গান শোনাবেন। এছাড়া ‘হাইওয়ে’ ব্যান্ড থেকে গাইবেন হাসান ইথার।
কনসার্টে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মিলু আমান।
এই কনসার্টের আয়োজন করছে ক্রসটাউন কমিউনিকেশন্স। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান কাঁকন গ্লিটজকে বলেছেন, তারা প্রথমবারের মত এ ধরনের লাইভ পডকাস্ট শোয়ের আয়োজন করছেন।
তিনি বলেন, “বাংলা রক মিউজিকের প্রায় ৬০ বছর, সেটাকে ঘিরেই আমাদের আয়োজন।"
শিল্পী ও দর্শকের মধ্যে ‘সংযোগ স্থাপন করতে’ এই কনসার্টের আয়োজন করা হয়েছে মন্তব্য করে কাঁকন বলেছেন, এ আয়োজনে ১০০ জনের মত দর্শক সরাসরি শিল্পীদের সঙ্গে কথা বলতে পারবেন, গানের অনুরোধ জানাবেন।
আবার শিল্পীরাও তাদের সংগীত নিয়ে পথচলার গল্প শোনাবেন। অর্থাৎ গল্প, আড্ডা ও গানের এক সুন্দর সন্ধ্যা দর্শকরা কাটাবেন বলে প্রত্যাশা করছেন কাঁকন।
প্রতিষ্ঠানের আগামী পরিকল্পনাও গ্লিটজের কাছে তুলে ধরেছেন তিনি।
"আমরা এটার বেশ কয়েকটি সিজন আনব। প্রথম সিজনে তিনজন শিল্পী পারফর্ম করবে। আমরা প্রত্যেক শিল্পীর জন্য দেড় ঘণ্টা করে সময় নির্ধারণ করছি। ধারাবাহিক ভাবে এই আয়োজনে একে একে যুক্ত হবেন দেশের মূল ধারার সব ব্যান্ড।"
কাঁকন জানিয়েছেন, এই কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে তিন ক্যাটাগরিতে। শিক্ষার্থীদের জন্য টিকেটের দাম রাখা হয়েছে ৭০০ টাকা। রেগুলার টিকেট ৮০০ টাকা এবং পেয়ার টিকেট কিনতে হবে ১৫০০ টাকার বিনিময়ে।
এই আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়, যা চলবে রাত ১০টা পর্যন্ত।