Published : 01 Aug 2023, 12:33 PM
যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজ ‘ইউফোরিয়ার’ অভিনেতা অ্যাঙ্গাস ক্লাউড মারা গেছেন।
বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের বাড়িতে ক্লাউডের মৃত্যু হয়; এই তরুণ অভিনেতার বয়স হয়েছিল ২৫ বছর।
এইচবিওতে কিশোরদের জন্য তৈরি ওই হিট সিরিজে (ইউফোরিয়া) মাদক ব্যবসায়ী 'ফেজ ও'নিল’র চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন ক্লাউড।
তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহেই বাবাকে হারিয়ে মানসিক কষ্টে ভুগছিলেন তিনি।
“অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় দিয়ে পরিবারের এক অনন্য মানুষকে বিদায় জানাতে হয়েছে। আমাদের একমাত্র সান্ত্বনা হল, একে অপরের সেরা বন্ধু বাবা ও ছেলের এখন পরপারে দেখা হবে।“
তবে পরিবারের পক্ষ থেকে ক্লাউডের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
ক্লাউডের মৃত্যুতে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসউইমেন বারবারা লি শোক জানিয়ে টুইট করেছেন।
তিনি লিখেছেন, “তার অপরিসীম প্রতিভা অগণিত মানুষের জীবনকে স্পর্শ করেছে। তার কাজ এবং উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে এবং ওকল্যান্ডকে গর্বিত করবে।”
অভিনেত্রী কেরি ওয়াশিংটনও টুইট করে লিখেছেন, “আপনাকে গভীরভাবে মিস করা হবে। স্মৃতিতে বেঁচে থাকুন।”
‘ইউফোরিয়ায়’ ক্লাউডের সহ-অভিনেতা জ্যাভন ওয়ালটন ইনস্টাগ্রামে লিখেছেন, “আমার ভাই চির বিশ্রামে।“
দুই সপ্তাহ আগে ইনস্টাগ্রামে বাবার একটি ছবি পোস্ট করে ক্লাউড লিখেছিলেন, 'মিস ইউ ব্রেহ’।
এই অভিনেতার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, বাবার মৃত্যুর পর শোক কাটিয়ে কাজে ফেরার চেষ্টা করলেও ক্লাউড আত্মহত্যার চিন্তায় ডুবে ছিলেন।
ক্লাউডকে ‘প্রতিভাবান’ হিসেবে বর্ণনা করে এইচবিও এক বিবৃতিতে বলেছে, "অ্যাঙ্গাস ক্লাউডের প্রয়াণে আমরা শোকাহত। তিনি এইচবিও এবং ইউফোরিয়া পরিবারের প্রিয় অংশ ছিলেন।“
ক্লাউডের পরিবার ও বন্ধুদের প্রতিও সমবেদনা জানিয়েছে এইচবিও।
‘নর্থ হলিউড’ এবং ‘দ্য লাইন’ নামের দুইটি হলিউডি ফিল্মেও ক্লাউড অভিনয় করেছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বেকি জি, ক্যারল জি এবং জুস ডাব্লুআরএলডিসহ আরও কয়েক অভিনয় শিল্পীর সঙ্গে তিনি একটি মিউজিক ভিডিওতে অংশ নেন।
তবে ক্লাউডের খ্যাতি ছড়ায় টেলিভিশন সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে। ২০১৯ সালের জুনে ‘ইউফোরিয়া’র প্রচার শুরু হলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে সিরিজটি। ২০২২ সালে সর্বাধিক জনপ্রিয় সিরিজের তালিকায় নাম লেখায় ‘ইউফোরিয়া’।