Published : 13 Feb 2024, 09:34 PM
জন্মদিনের ঠিক আগের দিন জালিয়াত চক্রের খপ্পরে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র, খোয়ালেন লক্ষাধিক রুপি।
গত ২৯ অগাস্ট একটি অচেনা নম্বর থেকে তার মোবাইল ফোনে কল এসেছিল, বলা হয়েছিল একটি অ্যাপ ডাউনলোড করতে। তা করতেই তার ব্যাংক হিসাব থেকে লক্ষাধিক টাকা হাপিস হয়ে যায় বলে এই অভিনেত্রী জানান।
শ্রীলেখা বলেন, “নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যাতে আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লক্ষের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি।” সংবাদ সূত্র: আনন্দবাজার অনলাইন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)