Published : 10 May 2025, 03:47 PM
তিন মাস আগে দীপ্ত টেলিভিশনে শুরু হওয়া প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্টের’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত পর্বে সেরাদের নাম শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, এতে চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ ও বরিশালের সাকিব হোসাইন।
প্রথম রানার্স আপ যশোরের ফারিহা রহমান এবং বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্স আপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী এবং বরিশালের হাফিজ রহমান।
বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট। এ ছাড়া দুই বছরের চুক্তিতে তারা কাজ করার সুযোগ পাবেন দীপ্ত প্রযোজিত বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টেলিভিশন ধারাবাহিকে।
গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজন সঞ্চালনা করছেন রাফসান সাবাব এবং ইসমাত জেরিন চৈতি। এতে নাচসহ বিভিন্ন পরিবেশনায় ছিলেন সেরা ৬ প্রতিযোগী। এছাড়া মিউজিক ম্যাশআপ পরিবেশন করেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া।
আয়োজনে উপস্থিত ছিলেন তিন বিচারক তারিক আনাম খান, শিহাব শাহীন ও রাফিয়াত রশিদ মিথিলা।
এ ছাড়া দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী তাসনুভা আহমেদ, চলচিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, নির্মাতা অনিমেষ আইচ, চয়নিকা চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
গ্র্যান্ড ফিনালের এই শোটি দেখা যাচ্ছে দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমে।
আরও পড়ুন:
শুরু হচ্ছে 'দীপ্ত স্টার হান্টের' এলিমিনেশন রাউন্ড