Published : 17 Feb 2025, 12:09 AM
প্রকাশ্যে এসেছে নির্মাতা জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ সিনেমার ট্রেইলার। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি, সেখানে জুটি বেঁধেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রীতম হাসান।
ট্রেইলারে উঠে এসেছে তিনজন মানুষের সম্পর্ক, ভালোবাসা ও টানাপোড়েনের দৃশ্য। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তিনজন মানুষের এই সম্পর্ক নিয়ে তিনটি প্রশ্ন রাখা হয়েছে। সেগুলো হল প্রেম না কী মায়া? আশা না কী অপেক্ষা, কী জড়িয়ে আছে ঘুমপরীতে?
আগামী বৃহস্পতিবার থেকে দেখা যাবে সিনেমাটি।
সিনেমার গল্প নিয়ে পরিচালক প্রীতম গ্লিটজকে বলেন, "এই গল্পটাও অন্যরকম এক আবহের গল্প। মায়া, প্রেম, রহস্য, মিরাকল, বেদনা, অপেক্ষা, আশা এমনসব অনুভূতির মিশ্রণ রয়েছে গল্পটিতে।"
ভালোবাসা দিবসের আগে মুক্তি না পেয়ে পরে কেন মুক্তি পাচ্ছে এই প্রশ্নে প্রীতম বলেন, "উৎসবকে দীর্ঘায়িত করার পরিকল্পনা থেকে পরে মুক্তি দেওয়া হচ্ছে, যেন দর্শক আমার গল্পগুলো আরও আয়োজন করে দেখতে পারেন।"
ঘুমপরী’ সিনেমায় প্রীতম ও তিশা ছাড়া আরও অভিনয় করেছেন পারশা মাহজাবীন পূর্ণী, দীপা খন্দকার, মিলি বাশার, পারভেজ সুমনসহ কয়েকজন।