Published : 03 May 2024, 03:49 PM
জীবিকার জন্য তিনি কুলিগিরি করেছেন, হয়েছেন বাসের কন্ডাক্টর; আজ তিনি চারশ কোটি রূপির মালিক। ভারতের তামিল সিনেমার মহাতারকা তিনি, স্বজাতিরা তাকে বলেন ‘থালাইভা’, যার অর্থ গুরু। তিনি রজনীকান্ত। তার জীবনের সংগ্রাম-সাফল্য এবার বড় পর্দায় আনছেন বলিউডি প্রযোজক-নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা।
রজনীকান্ত এমন একজন অভিনেতা, যাকে নিয়ে ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে একটি অধ্যায় আছে, যার শিরোনাম ‘ফ্রম বাস কন্ডাক্টর টু সুপারম্যান’
সংবাদ প্রতিদিন লিখেছে, ভারতীয় সিনেমার দক্ষিণী তারকা রজনীকান্তের বায়োপিক তৈরিতে অভিনেতার পরিবারের সময় সময় কাটাচ্ছেন সাজিদ। সিনেমার চিত্রনাট্যও তিনিই সাজিয়েছেন। সিনেমা তৈরিতে রজনীকান্তের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন তিনি।
সাজিদ বলেন, “রজনীকান্তের এই বাস কন্ডাকটার থেকে সুপারস্টার হয়ে ওঠার জীবনসংগ্রামের কাহিনী গোটা বিশ্বের দরবারে তুলে ধরার তাগিদ আমি অনুভব করেছি। সিনেমায় রজনীকান্তের বহু অজানা দিক তুলে ধরা হবে।”
গত মার্চ মাসেই রজনীকান্তের সঙ্গে ছবি শেয়ার করে নাজিদ জানিয়েছিলেন, “রজনীকান্তের মত কিংবদন্তীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সত্যিই ধন্য।”
তবে কে রজনীকান্তের বায়োপিকে অভিনয় করবেন, সেকথা এখনও জানা যায়নি।
মেয়ে ঐশ্বর্য পরিচালিত ‘লাল সেলাম’ সিনেমায় শেষবার ধরা দিয়েছেন রজনীকান্ত।
রজনীকান্তের প্রকৃত নাম শিবাজি রাও গায়কোয়াড়। মারাঠি এর পরিবারে জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। তার জীবনের শুরুটা এখনকার মতো মসৃণ ছিল না মোটেই।
পাড়ার নাটকে রজনীকান্ত চালিয়ে যেতেন অভিনয়। পরে এক বন্ধুর সহায়তায় মাদ্রাজ ফিল্ম স্কুলে অভিনয়ের উপর প্রশিক্ষণ নেন তিনি। কৃষক, মুটে কিংবা দিনমজুর চরিত্রের পাশাপাশি প্রেমিক রোবট, কিংবা মারকুটে গ্যাংস্টার সব চরিত্রে সমান পারদর্শী তিনি। চিত্রনাট্যকার, প্রয়োজক এবং প্লেব্যাক গায়ক হিসেবেও কাজ করেছেন। এছাড়া দক্ষিণের রাজনীতিতে প্রভাবশালী তিনি।
১৯৭৫ সালে ‘অপূর্ব রাগানলাল’ সিনেমায় আরেক কিংবদন্তি অভিনেতা কমল হাসানের বিরপীতে নতুন মুখ হয়ে আসেন তিনি।
রজনীকান্ত মানেই সিনেমা সুপারহিট। তাই তার পেছনে কোটি কোটি রুপি লগ্নি করতে রাজি যে কোনো প্রযোজক। সাড়ে চার দশকের বেশি সময় ধরে ১৭০টির বেশি সিনেমা করা রজনীকান্ত এখন পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা।
বলিউড শাসন করা একজন মেগাস্টার অমিতাভ বচ্চন হলেন রজনীকান্তের কাছে বড় অনুপ্রেরণা। বিগ বি’র ১১টি সিনেমার তামিল রিমেকে কাজ করেছেন রজনীকান্ত।
অভিনয়ের স্বীকৃতিতে নামী দামি পুরস্কারের পাশাপাশি ভূষিত হয়েছেন সম্মানজনক ‘পদ্মভূষণ’ (২০০০)ও ‘পদ্মবিভূষণ’ (২০১৬) পুরস্কারে। এছাড়া ২০১০ এর ‘ফোর্বস ইন্ডিয়া মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল’র তালিকায় নাম উঠেছিল তার। রজনীকান্তকে নিয়ে নির্মাণ করা সিনেমা ‘ফর দ্য লাভ অব এ ম্যান’ প্রদর্শিত হয় ২০১৫ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে।