Published : 01 Jun 2025, 04:57 PM
বাবা হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী।
আনন্দবাজার লিখেছে, মা এবং সন্তান দুইজনেই সুস্থ আছে।
সোশাল মিডিয়ায় এই দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দিয়েছেন তাদের সহকর্মী থেকে শুরু করে ভক্তরা।
জুনের শুরুতে সংসারে নতুন অতিথি আসছে, এ কথা আগেই জানিয়েছিলেন পরমব্রত এবং পিয়া। এর মধ্যে পিতৃত্বকালীন ছুটিতেও ছিলেন পরমব্রত।
অভিনেতা বলেছিলেন, এই বিশেষ সময়ে স্ত্রীর পাশে থাকতে চান তিনি।
২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের পর ভারতের সুন্দরবন এলাকায় ত্রাণ দিতে গিয়ে পরমব্রত ও পিয়া কাছাকাছি আসেন। যদিও একে অপরকে তারা চিনতেন আগে থেকে।
২০২৩ সালের ২৭ নভেম্বরে বিয়ে করেন পরমব্রত ও পিয়া।
হাত ভর্তি কাজের মধ্যে পরমব্রতর নতুন সিদ্ধান্ত