Published : 07 Oct 2024, 03:57 PM
কলকাতার পুলিশের ঘুম হারাম, শহরে একের পর এক নারী খুন হচ্ছেন। খুনি তাকে ধরার যথেষ্ঠ প্রমাণ দিয়ে রাখলেও সে অধরা। ঢাকার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘চালচিত্র’ সিনেমার প্রকাশ হওয়া টিজারে রহস্য আর খুনখারাবির দৃশ্যের ছড়াছড়ি। সেখানে পুলিশি তৎপরতায় পাওয়া গেল ভারতীয় অভিনেতা টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। দেশের বাইরে এটাই অপূর্বর প্রথম সিনেমা, যেখানে তিনি খল চরিত্রে অভিনয় করেছেন। দুর্গাপূজায় সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা হচ্ছে না।নির্মাতারা জানিয়েছেন ‘চালচিত্র’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনের আগ দিয়ে আগামী ২০ ডিসেম্বর।