Published : 31 Oct 2024, 11:52 AM
বলিউডি অভিনেতা অভিষেক বচ্চন সোশাল মিডিয়ায় বলেছেন, ‘তার অনেক কিছু বলার আছে’।
এ কথায় অনেকে নড়েচড়ে বসে ভেবেছেন বচ্চনপুত্র বুঝি তার স্ত্রী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ‘দাম্পত্য কলহ’ নিয়ে অবশেষে মুখ খুলছেন।
যদিও অভিনেতা তার কৌতুহলী ভক্তদের ‘নিরাশ করে’ বলেছেন, তার কথা হল পরিচালক সুজিত সরকারের ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।
সেই সিনেমার তার ফার্স্ট লুকও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।
সেই ছবিতে দেখা যাচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট পরা অভিষেকের ভুঁড়ি উপচে পড়ছে লুকোনোর কোনও চেষ্টা নেই! গায়ে চড়িয়েছেন হাউজ়কোটে। চোখে চশমা। হাতে জখম এবং প্লাস্টার করা। শরীরে সেলাইয়েরও দাগও আছে।
সুজিতের পরিচালনায় এর আগে কেবল অভিষেক নয়, অমিতাভ বচ্চনও সিনেমা করেছেন।
সুজিতের ভাষ্য, “অভিনয়ে একই রকম নিবেদিত প্রাণ বাবা ও ছেলে। অভিনেতা হিসাবেও অভিষেক দারুণ।”
‘ওয়ান্ট টু টক’র কাহিনী ও সংলাপ লিখেছেন রীতেশ শাহ। প্রযোজনা করেছেন বনি লাহিড়ী, শীল কুমার।
সিনেমার শুটিং কবে শুরু হবে বা আরো কারা এই সিনেমায় আছেন তা নিয়ে কোনো তথ্য আসেনি সংবাদমাধ্যমে।