Published : 22 Mar 2025, 03:12 PM
প্রকাশ হয়েছে ঈদে মুক্তি পেতে চলা ‘জংলি’ সিনেমার ‘বন্ধুগো শোনো’ শিরোনামের নতুন গান। এতে সিনেমার নায়ক নায়িকা সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সম্পর্কের রসায়ন ফুটিয়ে তুলেছেন পরিচালক এম রহিম।
গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল এবং দিলশাদ নাহার কনা।
ঢাকার মানিকগঞ্জে এই গানের দৃশ্য ধারণ হয়েছে।
গানটির গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ ফেইসবুকে লিখেছেন, “পরিচালক রাহিম, জংলি টিম চেয়েছিলেন, নব্বই দশকের সিনেমার মিষ্টি সুরের নিটোল প্রেমের গানগুলোর মত একটা দ্বৈত গান। আমার মত করে করেছি। আশা করছি, ভালো লাগবে।”
এই সিনেমায় চারটি গান রয়েছে। যার সবগুলোর কথা ও সুর প্রিন্স মাহমুদের। এর আগে প্রকাশ পেয়েছিল ‘জনম জনম’ গান।
‘জংলির’ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।
আরও পড়ুন -
'জংলি'র গল্প প্রতিটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত: রহিম
শুটিং ভেস্তে গেছে রেমালে, ঈদে আসছে না 'জংলি
'জংলি'তে সিয়ামের নায়িকা বুবলী
'জংলির' চার গানই প্রিন্স মাহমুদের, আসবে অ্যালবামও