Published : 30 Jun 2023, 03:49 PM
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত দ্বিতীয় ওয়েব সিরিজ আসছে।
জুন মাসের শুরুতে সিরিজের শুটিং শুরু হয়, এরই মধ্যে তা শেষ হয়েছে।
চলতি বছরের শেষে ওয়েব সিরিজটি হইচইয়ে মুক্তি পাবে বলে হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে।
সিরিজে ভূতের গল্পের সঙ্গে পুরানের মিশেল ঘটিয়েছেন অভিনেতা; যদিও সিরিজের প্লট নিয়ে সরাসরি এখনও কিছুই বলেননি তিনি।
হরর সিরিজটির প্রধান ভূমিকায় থাকছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসু, গৌরব চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়।
গত মাসে পরমব্রত অভিনীত ওয়েব সিরিজ ‘সাবাশ ফেলুদা’ মুক্তি পেয়েছে, যা নির্মিত হয়েছিল সত্যজিৎ রায়ের ‘গ্যাংটকে গণ্ডগোল’ অবলম্বনে।
তাছাড়া শুক্রবার মুক্তি পাচ্ছে পরমব্রত ও স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত সিনেমা শিবপুর। শিবপুর অঞ্চলের মাফিয়ারাজের গল্প বলবে এই সিনেমা।
৪৩ বছর বয়সী পরমব্রত টলিউড ও বলিউড দুই জায়গাতেই সমান তালে কাজ করে চলেছেন। বলিউডে আগামীতে তাকে অনুশকা শর্মার ‘চাকদা এক্সপ্রেস’ এ দেখা যাবে।
আরও পড়ুন
ফেলুদা হিসাবে মানাচ্ছে? জবাব দিলেন পরমব্রত