Published : 22 Jun 2025, 09:05 PM
বকেয়া কর আদায়ের জন্য চিত্রনায়িকা পারভীন জামান মৌসুমী, রেজাউল করিম বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ সাত তারকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল ১২।
অভিনেতা আহমেদ শরীফ, অভিনেত্রী শবনম পারভীন এবং নুসরাত ইয়াসমিন তিশার নামও আছে এই তালিকায়।
তবে নুসরাত ইয়াসমিন তিশার নাম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সংবাদমাধ্যমে। কেউ কেউ নুসরাত ইয়াসমিন তিশাকে ভেবে নিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, যিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী।
কর অঞ্চল ১২ এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা নাম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে শুনেছি, উপদেষ্টা মহোদয়ের স্ত্রী ভেবেছেন কেউ কেউ। এটা আরেকজন। তালিকায় যে নামটি আছে, উনার নাম নুসরাত ইয়াসমিন তিশা। তিনি উপদেষ্টা মহোদয়ের স্ত্রী নন।”
২৫জনকে বকেয়া কর আদায়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এর মধ্যে ব্যবসায়ীসহ অন্য পেশার লোকজনও আছেন। বকেয়া কর আদায়ের নিয়মিত কাজের অংশ হিসেবে তাদের চিঠি দেওয়া হয়েছে। এটা রুটির ওয়ার্ক।”
অভিনেতা আহমেদ শরীফ বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। চিত্রনায়িকা মৌসুমীও বর্তমানে আমেরিকায় আছেন।
অভিনেত্রী সাবিলা নূর, বাপ্পারাজকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তারা ধরেননি।
অভিনেত্রী শবনম পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ ধরনের কোনো চিঠি তিনি এখনো পাননি এবং তিনি ‘নিয়মিত’ কর পরিশোধ করছেন।