Published : 07 Mar 2025, 11:35 AM
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ বেওয়াচ ও নাইট রাইডারের অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন।
বিবিসি লিখেছে, লস অ্যাঞ্জেলেসের মেডিকেল এক্সামিনার অফিস বলছে, ‘আত্মহত্যার’ পর গত বুধবার ৬২ বছর বয়সী পামেলার বাখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার হলিউড হিলসের বাড়ি থেকে।
নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন বাখ।
সাবেক স্ত্রীর মৃ্ত্যুর খবর জানিয়ে এক বিবৃতিকে অভিনেতা হ্যাসেলহফ বলেছেন, "পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।”
এই কঠিন সময়ে সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে হ্যাসেলহফ বলেছেন, “শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।”
বাখের প্রতিনিধি শ্যারন কেলি বলেছেন যে অভিনেত্রীর মৃত্যুতে তিনি মর্মাহত।
"বাখের পরিবার, তার কন্যা এবং নাতনির প্রতি এবং যাদের তিনি ভালোবাসতেন তাদের জন্য আমার হৃদয়ের ভালোবাসা রইল।”
১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্ম নেওয়া বাখের অভিনয় জীবন শুরু ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে।
বিশ্বজুড়ে সাড়া তোলা আশির দশকের আরেকটি টেলিভিশন সিরিজ ‘নাইট রাইডারে’ অভিনয়ের সময় পামেলা ও হ্যাসেলহফের পরিচয় হয়। ১৯৮৯ সালে দুজনে বিয়ে করেন। ২০০৬ সালে এই দম্পতির বিচ্ছেদের আগে তারা একসাথে ‘বেওয়াচেও’ কাজ করেছেন। তাদের দুই কন্যা সন্তান আছেন।
বাখের মনে রাখা কাজগুলোর মধ্যে আরো আছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।
বাখের মেয়ে হেইলি অ্যাম্বার হ্যাসেলহফ তার মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে বাবা-মায়ের একটি ছবি পোস্ট করেছেন।
সোশাল মিডিয়াতেও বাথের সক্রিয়তা সর্বশেষ দেখা গেছে চলতি বছর শুরুর আগে। ইনস্টাগ্রামে ২০২৫ সালকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছিলেন তিনি ওই সময়ে।
বাখ লিখেছিলেন, তার নাতনিকে বেড়ে উঠতে দেখে তিনি রোমাঞ্চিত।
“তার হাসি আমার পৃথিবীকে আলোকিত করে। যা সত্যিই সবচেয়ে বড় আশীর্বাদ।
"২০২৫ সাল হোক সুন্দর, হাসি এবং আপনার হৃদয়ে ধারণ করা সমস্ত আশীর্বাদে ভরে উঠুক।”
এসএসএস