Published : 03 Oct 2024, 05:17 PM
ঢাকার পরিচালক সৈয়দ আহমেদ শাওকীর ‘গুলমোহর’ নামের যে সিরিজে কলকাতার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় কাজ করছেন, সেখানে আসলে অভিনয় করার কথা ছিল টোটা রায় চৌধুরীর।
পশ্চিমবঙ্গের অভিনেতা টোটা নিজেই এ কথা জানিয়ে বলেছেন, তার নিজস্ব একটি সিদ্ধান্তে শাওকীর পরিচালনায় এই কাজটি করা হয়নি।
শাশ্বত কিছুদিন আগে ঢাকায় এসে এই সিরিজের শুটিং করেছেন। এই সিরিজ দিয়ে প্রথমবারের মত বাংলাদেশের কোনো সিরিজে কাজ করলেন শাশ্বত।
কেন অভিনেতা পাল্টে গেল, সে প্রসঙ্গে আনন্দবাজারকে টোটা বলেন, “গল্প, চিত্রনাট্য, চরিত্র সব পছন্দ ছিল। চুক্তিপত্রে সইসাবুদের আগে আমাকে জানানো হয়, উপার্জনের ৩০ শতাংশ বাংলাদেশের সরকারকে কর হিসাবে দিতে হবে। বাংলাদেশের এটাই নিয়ম। এখানেই আমার আপত্তি।”
এছাড়া টোটা ঠিক করেই নিয়েছেন, কেবল ‘ফেলুদা’ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেই প্রয়োজনে পারিশ্রমিক কমাবেন তিনি।
শাওকী ইতোমধ্যে ‘কারাগার’ সিরিজ বানিয়ে ঢাকা-কলকাতা দুই শহরের দর্শকদের কাছেই দারুণ পরিচিতি পেয়েছেন।
এই নির্মাতার সঙ্গে কাজ করতে না পারায় আফসোস জানিয়ে টোটা বলেন, “পরিচালক এবং মানুষ হিসেবে শাওকী আমার ভীষণ পছন্দের। পাশাপাশি চরিত্রটিও দুর্দান্ত। তবু নিজের নীতির কাছে মাথা নোয়াতে মন চাইল না।”
ওই চরিত্রে শাশ্বতকে বেছে নেওয়ার বিষয়ে জানতেন কী না– এ প্রশ্নে টোটা বলেন, “আমার শুরুতে জানা ছিল না। তবে এই চরিত্রে অভিনয়ের জন্য তাকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি জানি, চরিত্রটি অপুদার (শাশ্বত চ্যাটার্জি) চেয়ে ভালো আর কেউ ফুটিয়ে তুলতে পারবে না।“
অবশ্য চরিত্র অদল-বদলের ঘটনা শাশ্বত ও টোটার জীবনে নতুন নয়। এর আগে বলিউডি প্রযোজক করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রযোজক-পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শাশ্বত। সিনেমায় একটি দৃশ্যে শাশ্বতর কত্থক নাচার কথা ছিল, আর ওই নাচের চর্চায় অভিনেতাকে সময় দেওয়া হয়েছিল এক মাস।
নাচের চর্চার জন্য এক মাস সময় ‘যথেষ্ঠ নয়’ জানিয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান শাশ্বত। আর সেই চরিত্রের প্রস্তাব যায় টোটার কাছে। টোটা সিনেমাটি করে ওই নাচের দৃশ্যের জন্য বিশেষ প্রশংসিতও হন।