Published : 30 May 2025, 05:16 PM
কোরবানির ঈদে ‘পেয়ারার সুবাস’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রিমিয়ার হতে চলেছে দীপ্ত টিভিতে।
দীপ্ত টিভি বিজ্ঞপ্তিতে বলেছে, ঈদের দিন দুপুর ১টায় দেখা যাবে নূরুল আলম আতিকের 'পেয়ারার সুবাস' সিনেমা। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর প্রয়াত অভিনেতা রুবেল আহমেদের এটিই ছিল শেষ কাজ।
ঈদের দ্বিতীয় দিন একই সময়ে প্রচার হবে রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' । এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নিশোর।
গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসে ‘পেয়ারার সুবাস’. এরপর আসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এবার টিভিতে দেখা যাবে সিনেমাটি।
বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্যের গল্প দেখানো হয়েছে ‘পেয়ারার সুবাসে’। যেখানে দেখা গেছে একজন ধনী বৃদ্ধ ব্যক্তি বিয়ে করেন অল্প বয়সী এক নারীকে। তবে তাদের মধ্যে সংস্কৃতি, মানসিকতা ও প্রত্যাশার বিস্তর ফারাক থাকায় তাদের দাম্পত্য জীবনে সংকট নেমে আসে। তাদের সম্পর্ক হয়ে ওঠে সহিংস। একসময় নির্মম ও ভয়াবহ পরিণতির শিকার হয় ওই দাম্পত্য জীবনটি।
এই সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে শেষ হয় কাজ। ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় পেয়ারার সুবাসের।
সিনেমায় পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কাজ করেছেন তারিক আনাম খান, সুষমা সরকারসহ অনেকে।
২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রুবেল।
২০২৩ সালের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'সুড়ঙ্গ' । নিশো প্রায় দুই দশক ধরে ছোট পর্দায় নিজের অবস্থান শক্ত করলেও বড় পর্দায় তিনি অনুপস্থিত ছিল।
সেই অনুপস্থিতি তিনি কাটিয়ে ওঠেন ‘সুড়ঙ্গ’ দিয়ে। সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা।
সুড়ঙ্গের চিত্রনাট্যে দেখানো হয়েছে স্ত্রীর ময়নার নানা আবদার মেটাতে দিশেহারা ইলেক্ট্রিক মিস্ত্রী মাসুদ। অনেক চেষ্টা করেও স্ত্রীর আবদার মেটাতে মাসুদ ব্যর্থ হন এবং তার স্ত্রী তাকে ছেড়ে চলেও যান।
এক পর্যাতখন ইলেক্ট্রিক মিস্ত্রী মাসুদ একটি সুড়ঙ্গ খুঁড়ে টাকাওয়ালা হবার রাস্তা তৈরি করে। সুড়ঙ্গ খুঁড়ে মাসুদ ব্যাংক ডাকাতি করেন। মাসুদ ও ময়নার জীবনের পরিণতিই উঠে এসেছে গল্প।
সিনেমায় নিশো ও তমা ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারীসহ অনেকে।
এই দুই সিনেমা ছাড়াও দীপ্ত টিভিতে ঈদের সাত দিন পর্যন্ত সকাল ৯ টা ও দুপুর ১ টায় দেখা যাবে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘তুমি আমার মনের মানুষ’, ‘আশিকী’, ‘তুফান’, ‘মিশন এক্সট্রিম’, ‘বাদশা’,‘স্নেহ’, ‘ওমর’; ‘পোড়ামন ২’, ‘রোমিও বনাম জুলিয়েট’,‘দুই বধূ এক স্বামী’ এবং ‘শান’।