Published : 17 Jul 2023, 05:29 PM
কিছুদিন ধরে ভারতে টমেটোর দাম আকাশে চড়েছে। আর এই ‘চড়া’ সময়ে বলিউডের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার একটি গান ভাইরাল হয়েছে। যে গানে একটি উৎসবে টমেটো নিয়ে মেতেছিলেন হৃতিক রোশান, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতাররা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পরিচালক জোয়া আখতারের নির্মাণে ২০১১ সালের ওই সিনেমায় তিন বন্ধুর স্পেনে ‘হলিডে জার্নি’ দেখানো হয়। সেই জার্নিতে তারা অংশ নেন দেশটির ‘লা টোমাটিনা’ উৎসবে। ওই উৎসব উদযাপনের মূল সামগ্রী হল টমেটো।
পর্দার জন্য ‘লা টোমাটিনা’ তৈরিতে তাই স্বাভাবিকভাবেই টমোটোর প্রয়োজন হয় নির্মাতার। কিন্তু বিপত্তি বাঁধে স্পেনের বাজারে তখন টমেটো ছিল না, কারণ সেটা টমোটোর মৌসুমই ছিল না। তাই পর্তুগাল থেকে নিয়ে আসা হয় ১৬ টন টমেটো। আর এগার বছর আগে ওই কাজে খরচ হয় প্রায় এক কোটি রূপি।
সিনেমা মুক্তির পর নির্মাতা জোয়া আখতার ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দৃশ্যটিকে ‘লজিস্টিক্যাল দুঃস্বপ্ন’ বলেছিলেন।
জোয়ার ভাষ্য, “স্পেনের টোমাটিনা উৎসবটি এখানকার হোলির মতো। টমেটো দিয়ে সে উৎসবটি উদযাপন করা হয়। …উদ্দীপক এই দৃশ্যটি সকলের নজর কাড়বে ঠিকই, কিন্তু অংশটির শুটিং করা মোটেও সহজ ছিল না। রীতিমতো দুঃস্বপ্ন মতো ছিল।”
শুটিং করতে স্পেনের পুরো বুনিওল শহরে মানুষের চলাচল প্রায় বন্ধ করেছিলেন বলে জোয়া জানান।
“যেখানে সাধারণত উত্সবটি হয়, সেখানেই শুটিং করেছি আমার। তবে সেজন্য শহরটি বন্ধ করতে হয়েছিল। বুনিওলের বাসিন্দারা অত্যন্ত আন্তরিক ছিল। তারা সে বছর দুবার টোমাটিনা উদযাপন করে। একবার স্পেনের জন্য, আর একবার ভারতের জন্য।”