Published : 06 Oct 2023, 11:48 AM
প্রয়াত কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের পরিবারের তৃতীয় প্রজন্মও আছে গানের দুনিয়ায়। তার নাতনি মুক্তিকা গঙ্গোপাধ্যায় কনসার্টে গাইবেন এবার।
মুক্তিকা গাইবেন তার বাবা সংগীতশিল্পী অমিত কুমারের সঙ্গে। কিশোর কুমারের বড় ছেলে অমিতও প্লেব্যাক শিল্পী এবং সুরকার। বাবার হাত ধরেই তার গানের জগতে আসা। সত্তর থেকে নব্বই দশকের মাঝামাঝি সময় পর্যন্ত নিয়মতি সিনেমার গান গেয়েছেন অমিত।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আগামী ৭ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় 'সেন্ট অ্যান্ড্রু অডিটোরিয়ামে' একটি চ্যারিটি শোয়ে একসঙ্গে গান গাইবেন বাবা-মেয়ে।
ক্যানসার আক্রান্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে একটি এনজিওর উদ্যোগে এই লাইভ কনসার্টে গাইবেন তারা।
অমিত কুমার বলেন, "প্রথমবার মঞ্চে পারফর্ম করবে মুক্তিকা। যখন আয়োজকরা আমার কাছে জানতে চেয়েছিলেন মুক্তিকাও আমার সঙ্গে গাইতে পারে কিনা, তখন থেকেই ব্যাপারটি নিয়ে আমি খুব রোমাঞ্চিত। মেয়ের সঙ্গে একমঞ্চে গাওয়ার সুযোগ হবে, কখনও ভাবিনি।”
অমিত বলেন, তার মেয়ের বয়স ১৮ চলছে। ছোট থেকেই গান শিখছে ও গাইছে মুক্তিকা। এখন তার মঞ্চে ওঠার অভিজ্ঞতা নেওয়ার সময় হয়েছে বলেও মনে করেন অমিত।
বাবা কিশোর কুমারের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার স্মৃতিতেও ডুব দেন কিশোর ও অভিনেত্রী রুমা গুহঠাকুরতার ছেলে অমিত।
“১৯৭১ সালে বাবার সঙ্গে প্রথমবার মঞ্চে উঠেছিলাম। সেটাও ছিল মুম্বাইয়ে একটা স্টেজ শো, জীবনের একটা বৃত্ত পূর্ণ হল “
অমিত বলেছেন, মুক্তিকার উপরে গান নিয়ে কোনও সিদ্ধান্ত তিনি চাপিয়ে দেননি।
"সঙ্গীতের এই পথ স্বেচ্ছায় বেছে নিয়েছে মুক্তিকা। আমি কোনওদিন ওকে বলিনি তোমায় সঙ্গীত বেছে নিতে হবে। অথবা পরিবারের যে ঐতিহ্য, সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমি জানি সেটা খুব শক্ত। বাবার ঐতিহ্য আমি এত বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি জানি সেটা কতটা চ্যালেঞ্জিং।”
অমিতের ধারণা, মুক্তিকা সঠিক প্রশিক্ষণ পেলে গানে ক্যারিয়ার গড়তে পারবে। মেয়ের ব্যাপারে তার পরামর্শ- ক্ল্যাসিক্যাল মিউজিকের তামিল নেওয়ার সাথে সাথে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ‘ভালো কূটনীতিক’ হওয়াও শিখতে হবে।