Published : 28 Mar 2025, 01:52 PM
গুলশানের শুটিং ক্লাবের সামনে পুলিশের গাড়ি দেখে ভিড় জমে যায়। সেই গাড়ি থেকে কয়েদির পোশাকে, হাতে হাতকড়া পরে পুলিশের সঙ্গে গাড়ি থেকে নামেন আসামি। সেই আসামি হলেন অভিনেতা আফরান নিশো। যাকে দেখে চোখ কপালে ওঠে জনতার।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘দাগি’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এমন কয়েদির বেশ নিয়ে হাজির হন এই অভিনেতা।
দুই মিনিট ২৭ সেকেন্ডের ট্রেইলারে নিশো অভিনীত নিশান চরিত্রের কারাবাস, সেখান থেকে তার মুক্ত জীবনে ফিরে আসা এবং জীবনের একটা নিশানা খুঁজে বের করার ইঙ্গিত পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রেইলার প্রচার করা হয়।
অনুষ্ঠানের মঞ্চে নিশোর হাতকড়া খুলে দেন পরিচালক শিহাব শাহীন।
‘দাগি’ নিয়ে শাহীন বলেছেন তার সিনেমার চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে ‘ক্ষমা’।
“এটা একজন সাজাপ্রাপ্ত মানুষের জীবনের গল্প। শুরু থেকেই এতে নিশোকেই ভেবেছিলাম। কিছু শঙ্কা শুরুতে তৈরি হয়েছিল, কিন্তু নিশো সব শঙ্কা কাটিয়ে এই জার্নিতে যুক্ত হয়।“
পরিচালকের কথায়, ‘দাগি’ নির্মাণে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন।
“ভীষণ সততার সঙ্গে বানানো একটি সিনেমা।"
সিনেমায় জেরিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা।
সংবাদ সম্মেলনে জেরিন হয়ে ওঠার গল্প শুনিয়েছেন কমা মির্জা।
তিনি বলেন, "জেরিন হয়ে ওঠার পেছনে একটা বড় জার্নি ছিল। এতে আমাকে সবসময় সাপোর্ট করার জন্য শিহাব শাহীনকে ধন্যবাদ। আর নিশো ভাইয়ের ব্যাপারে কী বলব! বস তো বসই!"
এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মত বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। তমা ও নিশো জুটিরও এটি দ্বিতীয় সিনেমা।
নিশো বলেন, "যেকোনো কাজের ক্ষেত্রে প্রস্তুতি খুব জরুরি। ভালো প্রস্তুতির জন্য সময় কত লাগলো, সেটা ব্যাপার না।“
কাজের সংখ্যার চেয়ে ‘মান বজায় রাখা জরুরি’ বলে মনে করেন নিশো।
তার ভাষ্য, “ভালো কাজ করতে চাইলে অস্থিরতা থাকলে চলে না।"
সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।
সম্প্রতি ‘দাগি’ পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সী দর্শকই দেখতে পারবেন নিশো-তমার সিনেমাটি।
সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার দৃশ্যধারণের কাজ চলেছে কয়েক মাস ধরে।